নিউজবাংলা: সোমবার, ২৯ জুন:

ঢাকা: চীন ভিত্তিক প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান লেনোভো তাদের নতুন ফাবলেট লেনোভো কে-৩ নোট ভারতের বাজারে চালু করেছে। এটির দাম নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৯৯৯ রুপি।

গত মার্চে চীনে চালু হওয়া এই ফোন আগামী ৮ জুলাই বিকেল তিনটা থেকে ফ্লিপকার্টে পাওয়া যাবে। এটির জন্যে আগামী ৭ জুলাই পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।

কে-৩ নোট একটি ডুয়াল সিমের স্মার্টফোন। এটি ৪জি কানেক্টিভিটি সাপোর্ট করে। এ ফোনে রয়েছে, ৫.৫ ইঞ্চি ১০৮০পি ফুল এইচডি ওজিএস ডিসপ্লে, এলইডি ফ্ল্যাশ সহ ১৩ এমপি রেয়ার ক্যামেরা ও ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা।

এ ফোনে আরও রয়েছে, ২ জিবি র‌্যাম, ৩ হাজার এমএএইচ ব্যাটারী, অ্যান্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেম ও ১৬ জিবি রম। এটি ব্যবহারকারীরা এটি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ৩২ জিবি পর্যন্ত বাড়াতে পারবে।

 

 

নিউজবাংলা/একে