জঙ্গলে মিলল অপহৃত সেই চার পুলিশ সদস্যের মরদেহ
নিউজবাংলা: ১৫ জুলাই, বুধবার :
ঢাকা: ভারতের ছত্তিশগড়ে সন্দেহভাজন মাওবাদীদের হাতে অপহৃত চার পুলিশ সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে ছত্তিশগড়ের বিজাপুর জেলার যে স্থান থেকে ওই পুলিশ সদস্যরা অপহৃত হয়েছিলেন তার ঠিক ৫ কিলোমিটার দূর থেকে তাদের মৃতদেহগুলো উদ্ধার করা হয়।
সোমবার সন্ধ্যায় বিজাপুর জেলার বাসতার এলাকার সাকানপাল্লি-কুতারু সড়কে একটি যাত্রীবাহী বাস থেকে চার পুলিশ সদস্যকে তুলে নিয়ে যায় সন্দেহভাজন মাওবাদীরা। এরপর থেকে তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে আসছিল রাজ্য পুলিশ। অপহরণকারীরা ধারালো অস্ত্র দিয়ে ওই পুলিশ সদস্যদের হত্যা করেছে বলে জানিয়েছেন সুখনন্দন রাঠোর নামের এক পুলিশ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা।
হত্যার পর মৃতদেহগুলোকে রাস্তার পাশের একটি জঙ্গলে ফেলে রাখা হয়েচিল বলেও জানান তিনি।
অপহৃতদের সবাই সহকারি কনস্টেবল পদের বলে নিশ্চিত করেছেন মাওবাদীবিরোধী অভিযান পরিচালনাকারী দলের অতিরিক্ত মহাসচিব আর কে ভিজ। অপহৃতরা হলেন, জয়দেব যাদব, মঙ্গল সোধি, রাজু তেলা এবং রামা মাজি। এরা সবাই মাওবাদী বিরোধী অভিযানে রাজ্য পুলিশকে সহায়তা দিয়ে আসছিলেন। তাদেরকে অনুসারী হিসেবেও ডাকা হয়ে থাকে।
নিউজবাংলা/একে