নিউজবাংলা: ১৫ জুলাই, বুধবার :

ঢাকা: ১৯৯৩ সালে ভারতের মুম্বাই হামলার দায়ে দোষী সাব্যস্ত ইয়াকুব মেমনের শিগগিরই ফাঁসি কার্যকর হতে চলেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

২১ শে জুলাই শীর্ষ আদালত যদি ইয়াকুবের শেষ কিউরেটিভ পিটিশনে সাড়া না দেয় তাহলে ৩০শে জুলাই তার ফাঁসি হওয়ার কথা রয়েছে । আর তা হলে এটাই হবে মুম্বাই হামলার ঘটনায় প্রথম মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা।

অসমর্থিত সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এরইমধ্যে ৫৩ বছর বয়সী মেমনের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য পরোয়ানা দায়ের করেছে মুম্বাইয়ের সন্ত্রাসবিরোধী আদালত। তবে আদালতের নির্দেশ অনুযায়ী ফাঁসি কার্যকরের দিন বদলাতে পারে।

নাগপুর সেন্ট্রাল জেল সুপার যোগেশ দেশাই জানান, ‘নাগপুর সেন্ট্রাল জেল কিংবা পুনের ইয়ারওয়াদা জেলে মেমনের ফাঁসি কার্যকর হতে পারে।’

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবন্দর ফড়নবিশ জানান, “সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যাবতীয় কাজ করা হবে। পরবর্তী কী করণীয় সময় এলেই প্রকাশ্যে জানানো হবে।”

চলতি বছর এপ্রিলে মেমনের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। সেক্ষেত্রে টাডা আদালতের নির্দেশ অনুযায়ী মেমনের ফাঁসির সমস্ত রকম ব্যবস্থা শুরু করে দেয় মহারাষ্ট্র সরকার। ২০০৭ সালে টাডা আদালত মেমনকে ফাঁসির সাজার নির্দেশ রাষ্ট্রপতির কাছে মেমনের মৃত্যুদন্ড সাজা বন্ধ করার আবেদন করলে সেখানেও খারিজ হয়ে যায়।

১৯৯৩ সালে মু্ম্বাইয়ে ধারাবাহিক বিস্ফোরণে প্রাণ হারান ২৫৭ জন। আহত হন ৭শ’র বেশি। মুম্বাইয়ের জনবহুল এলাকায়, বোম্বে স্টক এক্সচেঞ্জ, সিনেমা হল, বাজারসহ মোট ১৩টি জায়গায় বিস্ফোরণ হয়েছিল। এই ঘটনায় আর্থিক লেনদেনের অভিযোগে গ্রেফতার করা হয় মেমনকে। ২০০৭ সালে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

 

নিউজবাংলা/একে