নির্বাচনী প্রচারণায় হামলাসহ সার্বিক বিষয়ে কূটনীতিকদের জানিয়েছে বিএনপি

নিউজবাংলা: ২৩ ডিসেম্বর, বুধবার:

ঢাকা: ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির সিনিয়র নেতারা।

বুধবার বেলা ১১ টার পর থেকে সাড়ে ১২ টা পর্যন্ত গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে অস্ট্রেলিয়া, নেপাল, তুরস্ক, সুইডেন, জাপান, পাকিস্তান ও ভারতসহ কয়েকটি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা যোগ দিয়েছেন।

আর বিএনপি নেতৃবৃন্দের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, চেয়ারপারসনের তিন উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহামেদ ও আমীর খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপি মোনীত প্রার্থীদের প্রচারণার কাজে বাধা, হামলা, বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর,ক্ষমতাসীনদের আচরণ বিধি লঙ্ঘনসহ চলমান কূটনীতিকদের কাছে তোলে ধরেছেন বলে একটি সূত্রে জানাগেছে।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: পৌর ভোট সকাল নয়টার মধ্যে শেষ হবে: এরশাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*