আইএস কি আমি চিনি না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজবাংলা: ২৩ ডিসেম্বর, বুধবার:

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইএস কি আমি চিনি না। বাংলাদেশে আইএসের কোনো জায়গা নেই। বাংলাদেশের ৯০ ভাগ মানুষ মুসলমান। আর এই দেশে আইএস ও জঙ্গিবাদের জায়গা হতে পারে না।

বুধবার রাজধানীর ফার্মগেটে কৃষি ইন্সটিটিউটে আলেম ওলামাদের নিয়ে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইএস হচ্ছে ইহুদিদের সৃষ্টি। সরকার জঙ্গিবাদ দমনে কাজ করে যাচ্ছে। আর এ ব্যাপারে আলেম ওলামাদের বড় ধরনের ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ আলেম ওলামারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জঙ্গিবাদের বিরুদ্ধে মসজিদের বয়ান ও ওয়াজ মহফিলে কথা বলার আহবান জানিয়ে বলেন, এ দেশ আমাদের সবার। সবাইকে নিয়েই এই দেশ গড়ে তুলেতে হবে।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*