নিউজবাংলা: ১৫ জুলাই, বুধবার :

ঢাকা: কারা কর্তৃপক্ষের চরম অবহেলা এবং সুচিকিৎসা দিতে ডাক্তারদের পরামর্শ উপেক্ষা করার কারণেই তার অকাল মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

 

রবিবার রাতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপনের পাঠানো এক শোকবাণীতে এ অভিযোগ করেন তিনি।

খালেদা জিয়া বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় পিন্টুকে গত ২৪ এপ্রিল নারায়ণগঞ্জ কারাগার থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হলেও দুই দিন কোনো চিকিৎসা না দিয়ে ২৬ এপ্রিল তাকে রাজশাহী কারা হাসপাতালে ভর্তি করা হয়। উচ্চ আদালতের আদেশ অমান্য করে পিন্টুকে সুচিকিৎসা না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে ।

তিনি বলেন, নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুতে দেশবাসী ও বিএনপি নেতাকর্মীদের ন্যায় আমিও গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

শোকবাণীতে, বিএনপি চেয়ারপারসন কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ তুলে খালেদা জিয়া তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একইসঙ্গে নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। পিন্টুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

উল্লেখ্য, রোববার রাজশাহী কারাগারে বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টু বুকে ব্যাথা অনুভব করলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুপুর ১২টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

 

নিউজবাংলা/একে