নিউজবাংলা: ১৫ জুলাই, বুধবার :

ঢাকা : মিরপুরে দ্বিতীয় ওয়ানডের আগে দুজনের উইকেটই ছিল ১৯৮। ঐ ম্যাচে এক উইকেট নিয়ে সাকিবকে পেছনে ফেলেন মাশরাফি। তার উইকেট সংখ্যা দাঁড়ায় ১৯৯।

দেখার ছিল কে কার আগে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করে। সেই দৌঁড়ে মাশরাফিকে পিছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে একদিনের আর্ন্তজাতিক ম্যাচে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। ১৫৬ ম্যাচে ২০০ উেইকেট নিলেন তিনি।

আজ চট্ট্রগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে সিরিজ নির্ধারর্নী ম্যাচে ডু প্লেসিসকে ৬ রানে ফিরিয়ে নিজের উইকেট সংখ্যা ১৯৯তে নিয়ে যান সাকিব। মানে মাশরাফির সমান। প্রথম স্পেলে মাশরাফি উইকেট না পেলেও সাকিব দারুণ বোলিং করছেন। সাকিবের দ্বিতীয় শিকার হাশিম আমলা। ১৫ রানে আমলাকে ফিরিয়ে ২০০ উইকেটের মাইলফলকে পৌঁছেন সাকিব।

২০৭ উইকেট নিয়ে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে সফল বোলার ১৫৩ ম্যাচ খেলা আবদুর রাজ্জাক। কিন্তু আব্দুর রাজ্জাক এখন জাতীয় দলে খেলছেন না। তাই রাজ্জাককে ছাড়িয়ে সহসাই দেশের হয়ে সবচেয়ে বেশী ওয়ানডে উইকেটের মালিক হওয়ার সুযোগ সাকিবের সামনে।

 

নিউজবাংলা/একে