নিউজবাংলা: ১৬ জুলাই, বৃহস্পতিবার :

সিলেট: সিলেটে আলোচিত ১৩ বছর বয়সী শিশু শেখ সামিউল আলম রাজনকে বর্বরোচিতভাবে হত্যার অন্যতম আসামি কামরুল ইসলামকে গত মঙ্গলবার গ্রেপ্তার করেছিল জেদ্দা পুলিশ। ঈদের ছুটি শেষ হওয়ার পরপরই তাকে ঢাকায় প্রত্যর্পণ করা হবে হবে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

 

এ খবর নিশ্চিত করেন আরব নিউজ।

সৌদি আরবের জ্যেষ্ঠ এক কূটনীতিক কামরুল ইসলামকে বাংলাদেশের কাছে হস্তান্তর সংক্রান্ত এ তথ্য দিয়েছেন। সৌদি আরবের একটি বাড়িতে গাড়িচালক হিসেবে কাজ করে কামরুল এবং রাজন হত্যাকাণ্ডের অন্যতম আসামি হিসেবে চিহ্নিত।

ভিডিও ফুটেজ দেখে তাকে মূল আসামি হিসেবে শনাক্ত করা হয়।

উল্লেখ্য, কুমারগাঁও এলাকায় তাকে চোর অপবাদ দিয়ে দোকানের খুঁটির সঙ্গে বেঁধে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে গ্রেফতার আসামিরা। এ সময় শিশু রাজন হত্যাকারীদের কাছে পানি চাইলে তাকে শরীরের ঘাম খেতে বলে।

শেষ পর্যন্ত সেখানেই মৃত্যু হয় রাজনের। এমনকি হত্যাকাণ্ডের সেই ভিডিওচিত্র হত্যাকারীদের একজন মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেয়। পরে এই ঘটনা নিয়ে সারাদেশে তোলপাড় শুরু হয়।

 

নিউজবাংলা/একে