মৃত ঘোষণার পরই ৩ যুবকের পলায়ন
নিউজবাংলা: ১৬ জুলাই, বৃহস্পতিবার :
ঢাকা: আতাউর রহমান (২৫) নামে এক নির্মাণ শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন তিন যুবক।
বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে ঢামেকে আনার পর সোয়া ১১টায় হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আতাউরকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর শুনেই দ্রুত পালিয়ে যান ওই তিন যুবক।
এর আগে আতাউরকে ঢামেকে নিয়ে আসার পর ওই তিন যুবকের একজন নিজের নাম জিয়ারুল জানিয়ে বলেন, ওর (রোগী) নাম আতাউর। আমরা একসঙ্গে রাজধানীর কালশিতে একটি নির্মাণাধীন ভবনে কাজ করি। সকালে কাজ করার সময় বৈদ্যুতিক শক খেয়ে আতাউর ভবনের ছাদ থেকে নিচে পড়ে যায়। আমরা দ্রুত তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসি।
তবে আতাউরের মৃত্যুর খবর শুনে তিন যুবকের পালানোর বিষয়টিকে সন্দেহজনক বলে অভিহিত করছেন প্রত্যক্ষদর্শীরা। আবার কেউ কেউ বলছেন, তারা ভয়ে পালিয়ে গেছে।
এদিকে মৃতদেহের পায়ের কাছে পোড়া ক্ষত দেখা গেছে। মৃতদেহটি ঢামেক জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। ঢামেক ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউজবাংলা/একে