নিউজবাংলা: ১৬ আগস্ট, রোববার:

ঢাকা: জন্মের ২৩ দিন পর অবশেষে মায়ের কোলে তুলে দেওয়া হলো মাতৃগর্ভে গুলিবিদ্ধ সুরাইয়াকে।

রোববার (১৬ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে ২৩ দিন বয়সী সুরাইয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) থেকে নিয়ে পুরাতন ভবনের কেবিনে চিকিৎসাধীন তার মা নাজমা বেগমের কোলে তুলে দেওয়া হয়।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান জানান, এতদিন চিকিৎসার পর রবিবার শিশুটিকে তার মায়ের কোলে তুলে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমরা আশাবাদী তার মা তাকে সুস্থ করে গ্রামের বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারবেন। চিকিৎসার স্বার্থে ওই রুমে কাউকে না যাওয়ার জন্যও অনুরোধ করেন তিনি।’

আদরের সন্তানকে কোলে তুলে দিতেই আনন্দে-আবেগে আপ্লুত হয়ে পড়েন নাজমা বেগম। অনুভূতি জানতে চাইলে তিনি বাংলানিউজকে বলেন, আমার মানিক আমার কোলে। এ যে কেমন অনুভূতি, ভাষায় প্রকাশ করার মতো নয়। এখন মানিক আমার কোলে থাকবে।

সুরাইয়াকে তার মায়ের কোলে তুলে দেওয়ার পর ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান বলেন, ২৬ জুলাই ঢামেকে ভর্তি করা হয় শিশু সুরাইয়াকে। এখানে আনার পরই মেডিকেল বোর্ড বসিয়ে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। যা যা প্রয়োজন ছিল তার সবই করেছেন চিকিৎসকরা, নিরলসভাবে। ফলে নবজাতকটি এখন সুস্থ হয়ে উঠেছে। তাকে চিকিৎসকরা মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরেছেন।

ঢামেক পরিচালক বলেন, এখন ভিজিটর (পরিদর্শক) কমাতে হবে। ভিজিটর বেশি হলে শিশুটির ইনফেকশনের শঙ্কা বাড়বে।

হাসপাতাল থেকে ছাড় দেওয়ার বিষয়ে ডা. কানিজ হাসিনা শিউলী বলেন, ওকে মায়ের কোলে তুলে দিয়েছি। এখন আমরা দুই দিন পর্যবেক্ষণ করবো। এরপর ওর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড বৈঠক করবে। বৈঠকে পর্যবেক্ষণ নিয়ে আলাপের পর ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত হবে।

নিউজবাংলা/একে