রংপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক ও যুবকের মৃত্যু
নিউজবাংলা: ১৬ আগস্ট, রোববার:
রংপুর: রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালক ও যুবকের মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, রংপুর মহানগর মডার্ন মোড় এলাকায় রোববার বিকেলে দ্রতগামী ট্রাক ট্রাক একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মারা যান। তার বাড়ি মিঠাপুকুরের কাফ্রিখালে।
অন্য দিকে বদরগঞ্জের ফায়ার সার্ভিসের সামনে সন্ধায় মোটর সাইকেল ও অটো রিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহি স্বামী মারা যান। স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের নাম জানা যায়নি।
নিউজবাংলা/একে