নিউজবাংলা: ১৬ আগস্ট, রোববার:

সিরাজগঞ্জ সংবাদদাতা:

সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর দক্ষিণপাড়া মহল্লায় পানিতে ডুবে ভাই বোনের করুন মৃত্যু হয়েছে।

মৃত বোন খাদিজা খাতুন (৫) ও ভাই শাহীন আলম (৪) একই মহল্লার আব্দুল মজিদের সন্তান।
এলাকাবাসীদের মধ্যে নুর ইসলাম জানান, রোববার দুপুরে খাদিজা ও শাহীন বাড়ির পাশে ডোবার ধারে খেলা করছিল। সকলের অগচরে তারা পানিতে তালিয়ে যায়। এরপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিকেলে তাদের লাশ ডোবায় ভেসে উঠলে এলাকাবাসী তা উদ্ধার করে।
ভাই বোনের এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিউজবাংলা/একে