জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুর খুন
নিউজবাংলা: ১৬ আগস্ট, রোববার:
কুষ্টিয়া: কুষ্টিয়ায় সাবেক জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ রোববার সকালে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ভারোড় গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত শ্বশুরের নাম দুলাল বিশ্বাস।
পুলিশ সূত্রে জানা যায়-ভারোড় গ্রামের দুলালের মেয়ে রুপালী বেগমকে তার স্বামী নাসির উদ্দিন তিন মাস আগে তালাক দিয়ে দেনমোহরের জন্য স্বামীর বিরুদ্ধে কুষ্টিয়ায় আদালতে মামলা দায়ের করেন।
এর পর থেকেই নাসির শ্বশুর এবং স্ত্রীকে মালাটি তুলে নেয়ার হুমকি দিতে থাকেন। কিন্তু মামলা প্রত্যাহার না করলে আজ সকালে নাসির শ্বশুর বাড়িতে আসে। একপর্যায়ে তর্কাতর্কিও মাঝে নাসির কাঠের একটি টুকরা দিয়ে শ্বশুরের মাথায় সজোরে আঘাত করে। এসময় রক্তাক্ত জখম অবস্থায় দুলাল বিশ্বাসকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নাসির পালিয়ে যান।
নিউজবাংলা/একে