টাঙ্গাইলে আন্তঃ জেলা গাড়ী চোরাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় চুরি হওয়া একটি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।
আজ শনিবার সকালে টাঙ্গাইল শহর বাইপাসের রাবনা মোড়ে এ অভিযান চালায় র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন- রাজশাহী জেলার চারঘাট উপজেলার থানাপাড়া এলাকার রাশেদ আলী খোকন, এবং মিয়াপুর এলাকার মিনারুল ইসলাম শিটলু।
র্যাব ১২ এর ৩নং কোম্পানী কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে রাবনা বাইপাসে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাসের কাগজপত্র যাচাই করে ভুয়া প্রমানিত হয়। গাড়ী দু’টির নম্বর প্লেটও ভুয়া। গাড়ী দু’টি ঢাকা থেকে চুরি করা হয়েছিল।
মাইক্রো বাসটির মালিক ঢাকার কদমতলি এলাকার সরকার মামুনুর রশীদ এবং প্রাইভেট কারটির মালিক ঢাকা সেনানিবাস এলাকার শামছুল আরেফিন।
চুরির ব্যাপারে ঢাকার শাহবাগ ও পল্টন মডেল থানায় দুটি মামলা রয়েছে।
গাড়ি দুটি ঢাকা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।