নিউজবাং লা: ১৮আগস্ট, মঙ্গলবার:

সিলেট: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে।

 

এ সময় দুই রাউন্ড গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সোমবার রাত পৌনে ১১টার দিকে নগরীর উপশহর তেররতন পয়েন্টে এ ঘটনা ঘটে।

সাবেক কাউন্সিলর সেলিম ও যুবলীগ নেতা শামীম ইকবাল গ্রুপের সঙ্গে টিলাগড়ের রণজিত গ্রুপের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তেররতন পয়েন্টে সাবেক কাউন্সিলর সেলিম ও যুবলীগ নেতা শামীম ইকবাল গ্রুপের নেতাকর্মীরা আড্ডা দিতেন। কয়েকদিন ধরে ওই আড্ডাস্থল টিলাগড় গ্রুপের নেতাকর্মীরা দখলের চেষ্টা করে আসছিলেন।

এ নিয়ে সোমবার রাতে টিলাগড় গ্রুপের নেতাকর্মীরা তেররতন পয়েন্টে গেলে তাদের সঙ্গে সেলিম ও শামীম গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষকালে দুই রাউন্ড গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজবাংলা/একে