নিউজবাং লা: ১৮আগস্ট, মঙ্গলবার:

জামালপুর সংবাদদাতা:

জামালপুরে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ শেষে নির্যাতন করে বাড়ী থেকে বের করে দিয়েছে ধর্ষক পরিবার। এ নিয়ে বকশীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

গত রবিবার রাতে এ ঘটনা ঘটে।

মামলা সুত্রে জানা যায়, বকশীগঞ্জ ঝংকার সিনেমা হল সংলগ্ন শেখ সাদি মাষ্টারের ৩য় পুত্র আবু নাসের একই এলাকার একটি মেয়ে সাথে বিয়ের প্রলোভনে দীর্ঘদিন যাবত ধর্ষণ করে আসছিল। পরে ঐ মাদ্রাসা ছাত্রী বিয়ের জন্য চাপ দিলে ধর্ষক আবু নাসের বেমালুম অস্বীকার করে।

এক পর্যায়ে ঐ মাদ্রাসা ছাত্রী বিয়ে দাবি নিয়ে ধর্ষক পরিবারে গিলে ধর্ষক আবু নাসের, তার ভাই আবু রায়হান ও হেলাল উদ্দিন ঐ মাদ্রাসা ছাত্রীকে ঘরের লাইট বন্ধ করে বেধড়ক মারধর করে। পরে মৃত ভেবে বাড়ী পার্শ্বে ফেলে দেয়। এ সময় স্থানীয়রা পুলিশে খবর দিলে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে সে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যক কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এ নিয়ে মাদ্রাসাছাত্রী বাদী হয়ে সোমবার বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত পুর্বক অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজবাংলা/একে