মায়ের সাহায্যে ৩ দিন ধরে যুবকের হাতে ধর্ষিত মেয়ে!
নিউজবাং লা: ১৮আগস্ট, মঙ্গলবার:
ঝালকাঠি : ‘তোর বিয়ে হয়ে গেছে’ মৌখিকভাবে এতটুকু জানিয়েই স্কুলছাত্রী মেয়েকে যুবকের হাতে তুলে দিলেন মা। আর সেই যুবকের হাতে ধর্ষিত হয়েছে ১৫ বছর বয়সী স্কুলছাত্রী।
সম্প্রতি ঝালকাঠির রাজাপুর উপজেলার এ ঘটনা ঘটেছে। রোববার (১৬ আগস্ট) রাতে এ ঘটনায় ওই ধর্ষক ও আপন মাকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে ওই স্কুলছাত্রী।
মামলার আসামিরা হলেন- উপজেলার বাইপাস মোড় সংলগ্ন তুলাতলা এলাকার সৌদি প্রবাসী কবির হোসেনের স্ত্রী ছাত্রীর মা গোলেনুর বেগম (৪০) ও কথিত স্বামী উপজেলার আলগী গ্রামের রসূল খানের ছেলে যুবক স্বপন (৩২)।
মামলায় উল্লেখ করা হয়েছে, ৭ আগস্ট বিকেলে উপজেলা রোডের ভাড়া বাসায় বসে ওই ছাত্রীর মা তাকে মৌখিকভাবে জানায়, স্বপনের সঙ্গে তার বিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনা শুনে স্কুলছাত্রী কান্নাকাটি শুরু করলে তাকে মারধর করা হয়।
ওই দিন বিকেলে আসামিরা স্কুলছাত্রীকে দূর সম্পর্কের এক মামা জাহাঙ্গীরের খুলনার ফরিদ মোল্লার মোড়ের বাসায় নিয়ে যান। সেখানে দোতলার একটি রুমে আটকে রেখে স্কুলছাত্রীর মায়ের সহায়তায় দুই দিন তাকে ধর্ষণ করেন স্বপন।
পরে, খুলনা থেকে পালানোর চেষ্টা করে ওই স্কুলছাত্রী। বিষয়টি টের পেয়ে তারা মোটরসাইকেলে করে এসে বাস থেকে নামিয়ে নেয় স্কুলছাত্রীকে। পরে, সেখান থেকে নিয়ে এসে রাজাপুরের বাসায় ১১ আগস্ট রাতে পুনরায় তাকে ধর্ষণ করেন স্বপন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস জানান, স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা করা হচ্ছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
নিউজবাংলা/একে