নিউজবাং লা: ১৮আগস্ট, মঙ্গলবার:

সখীপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:

টাঙ্গাইলের সখীপুরে দেড় বছরের শিশু জান্নাত হত্যার ঘটনার প্রায় এক বছর পর সিআইডি পুলিশ নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার কচুয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- উপজেলার কচুয়া গ্রামের মৃত শামসুল আলমের স্ত্রী আনোয়ারা বেগম (৪৫) ও তার জামাতা প্রতীমাবংকী গ্রামের শামীম মিয়া (৩০)।

টাঙ্গাইলের সিআইডি পুলিশ পরিদর্শক আবু হেনা মোহাম্মদ ইউসুফ বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের জিজ্ঞাসাবাদের পর টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৪ অক্টোবর উপজেলার কচুয়া গ্রামের কালিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জমসের শিকদারের নাতনী ও প্রবাসী রতন সিকদারের মেয়ে দেড় বছরের শিশু জান্নাতকে খুন করে দুর্বৃত্তরা। পরে তার মৃতদেহ বাড়ির পাশে ধান ক্ষেতে মাথা ও নাড়ি ভূঁড়িসহ পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায়।

নিউজবাংলা/একে