নিউজবাং লা: ২০আগস্ট, বৃহস্পতিবার:

ঢাকা: ইরানের খ্যাতনামা চিত্রনির্মাতা মাজিদ মাজিদি বলেছেন, ইসলামের সঠিক ভাবমর্যাদা বিশ্বে তুলে ধরার লক্ষ্যেই তৈরি করা হয়েছে বিশ্বনবীর মহাজীবন আলেখ্যভিত্তিক ছায়াছবি ‘মুহাম্মদ (স)’।

তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বরেণ্য এ চিত্র পরিচালক। মহানবীর জীবনআলেখ্য উপজীব্য করে চলচ্চিত্র নির্মাণের ধারণা কী করে মনে এল- সে কথাও এ সংবাদ সম্মেলনে ব্যক্ত করেন তিনি। খবর রেডিও তেহরান। মাজিদ মাজিদি আরো বলেন, ৮ বছর আগে ডেনমার্কে যখন তাকে সম্মান জানানোর জন্য একটি অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়, সে সময় দ্বীনের নবীর জীবনভিত্তিক ছায়াছবি নির্মাণের তাগিদ অনুভব করেন তিনি। মহানবীকে (স) অবমাননাকর কার্টুন ডেনমার্কে ছাপানোর পরিপ্রেক্ষিতে এ তাগিদ অনুভব করেন তিনি।

 

 

মাজিদ মাজিদি বলেন, “আমি ভাবলাম, আমার সবচেয়ে পবিত্র বিশ্বাস ও সম্মানবোধকে অবমাননা করা হচ্ছে সে দেশটিতে (ডেনমার্ক) কি করে আমাকে সম্মান জানানোর অনুষ্ঠান হতে পারে! এ অবস্থায়, এ জাতীয় অনুষ্ঠানে যোগ দিতে পারব না বলে একটি চিঠি লিখে জানিয়ে দিলাম। ইসলাম অবমাননার প্রতি তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে বরং ইসলামি সংস্কৃতিকে তুলে ধরা উচিত বলে সিদ্ধান্ত গ্রহণ করি।” ওই সিদ্ধান্তের আলোকেই সাত বছর আগে ‘মুহাম্মদ (স)’ ছায়াছবিটি নির্মাণ তৎপরতা শুরু করেন বলে জানান তিনি।

মাজিদি বলেন, ইসলাম নিয়ে বিশ্বজুড়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ ছবি নির্মাণ করা হয়েছে।

অস্কার-বিজয়ী ইরানি পরিচালক মাজিদ মাজিদি বলেন, মহাকাব্যধর্মী এ ছায়াছবি ২৬ আগস্ট ইমাম রেজা (আ)-এর জন্মদিনে সমগ্র ইরানে মুক্তি পাবে। কানাডার মন্ট্রিলে অনুষ্ঠেয় ৩৯তম বিশ্ব চলচ্চিত্র উৎসবে ‘মুহাম্মদ (স)’ ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে ২৭ আগস্ট। এ উৎসব ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। চলচ্চিত্র উৎসব শেষ না হওয়া পর্যন্ত বিশ্বব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী স্থগিত রাখা হবে বলে জানান তিনি।

মহানবী (স)কে নিয়ে নির্মিত ট্রিলজি বা তিনখণ্ডের ছায়াছবির এই প্রথম খণ্ডে তাঁর মক্কার জীবনআলেখ্য তুলে ধরা হয়েছে। ১৭১ মিনিটের এ ছায়াছবি নির্মাণে পাঁচ বছর সময় লেগেছে। ইরানের সবচেয়ে ব্যয়বহুল এ ছবি নির্মাণে ৫৫ কোটি ডলার ব্যয় হয়েছে। মোহাম্মদ মাহদি হায়দারিয়ান প্রযোজিত এ ছবির চিত্র ধারণ করা হয়েছে ইরান এবং দক্ষিণ আফ্রিকার শহর বেলা-বেলা’তে।

ছবিটি নির্মাণে চলচ্চিত্র জগতের আন্তর্জাতিক পরিমণ্ডলে খ্যাতিমান ব্যক্তিত্বরা সহযোগিতা করেছেন। এতে কাজ করেছেন ইতালির তিনবারের অস্কারজয়ী সিনেমাটোগ্রাফার ভিত্তোরিও স্তোরারো, ইতালির ফিল্ম এডিটর রোবাতো পেরপিগানি, মার্কিন স্পেশাল এফেক্ট শিল্পী স্কট ই অ্যান্ডারসন, ইতালির মেকআপ আর্টিস্ট গিয়ানেত্তো ডি রোসি এবং ভারতীয় প্রখ্যাত সুরকার আল্লা রাখা রহমান (এ আর রহমান)।

 

নিউজবাংলা/একে