মক্কায় অবিবাহিতের হার কমাতে দেনমোহর নির্ধারণ
নিউজবাং লা: ২০আগস্ট, বৃহস্পতিবার:
ঢাকা: বয়স্ক অবিবাহিতের হার কমাতে বিয়ের দেনমোহরের সীমা নির্ধারণ করে দিয়েছেন সৌদি আরবের মক্কার গভর্নর যুবরাজ খালিদ আল ফয়সাল।
অবিবাহিত নারীদের বিয়ে করতে দেনমোহরের পরিমাণ সর্বোচ্চ ৫০ হাজার রিয়াল এবং বিধবা ও তালাকপ্রাপ্তা নারীদের বিয়ে করতে ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ হাজার রিয়াল নির্ধারণ করা হয়।
সম্প্রতি মক্কা গভর্নরের অফিস এক টুইট বার্তায় সব শহরের গভর্নরকে এ বিষয়ে উদ্যোগ নিয়ে সভা করতে ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়।
যুবরাজ খালিদ আল ফয়সাল বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের একজন উপদেষ্টা।
সামাজিকভাবে মোটা অংকের দেনমোহর প্রথা থাকায় সৌদি আরবে বয়স্ক অবিবাহিতের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে।
এক পরিসংখ্যান অনুযায়ী ২০১০ সালে সৌদি আরবে বয়স্ক অবিবাহিতের সংখ্যা ছিল প্রায় ১৫ লাখ। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৪০ লাখে।
নিউজবাংলা/একে