নিউজবাং লা: ২০আগস্ট, বৃহস্পতিবার:

ঢাকা: বিস্ময়কর এ ঘটনা ঘটেছে ভারতে । দেশটির প্রভাবশালী দেনিক টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে এ তথ্য জানানো হয়েছে।

 

ভাগওয়াতের পাকস্থলিটি সবসময়ই বড় মনে হতো। কিন্তু তিনি দেখতে পান যতোই দিন যাচ্ছে ততোই তার পেটের আকৃতিও বেড়েই চলছে। সানজু হাসপাতালে যান। তার পেটের আলট্রাসনোগ্রাম করা হয়। এরপর চিকিৎসকরা জানান, তার পাকস্থলিতে টিউমার হয়েছে। এত বড় টিউমার। বিস্ময় লাগে সানজুসহ চিকিৎসকদের কাছে। কিন্তু চিকিৎসকরা আরো বিস্মিত হন যখন দেখেন সানজু সন্তান প্রসব করেছেন এবং একটি নয় দুটি যমজ সন্তান। এই যমজ বাচ্চা পরগাছার মতোই তার পেটে বেড়ে উঠছিল! চিকিৎসা বিজ্ঞানে এটা বিস্ময়কর। কারণ একজনের পুরুষের রক্তের মাধ্যমে দুটি বাচ্চা পেটে জীবন ধারণ করেছে। চিকিৎসা বিজ্ঞানে অদ্ভুত এই অবস্থাকে বলা হয় ফেতাস ইন ফেতু। ভারতের কোথায় এই ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে টাইমস অব ইন্ডিয়ার ভিডিওতে কিছু বলা হয়নি।

নিউজবাংলা/একে