আত্রাইয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণের পর বিয়ে, অতঃপর …
নিউজবাং লা: ২০আগস্ট, বৃহস্পতিবার:
আত্রাই(নওগাঁ)প্রতিনিধি: :
নওগাঁর আত্রাইয়ে ৮ম শ্রেণীর ছাত্রীকে প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গ্রামবাসী ওই ছেলের সাথে মেয়েটির বিয়ে দিলেও মাঝে এসে বাদ সেধেছে পুলিশ। তাই বিয়ের কাবিন রেজিস্ট্র্রির অপরাধে কাজি ও ধর্ষণের অভিযোগে বর এখন জেলহাজতে।
চ্যাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে গত মঙ্গলবার উপজেলার নওদুলী গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওদুলী গ্রামের ছিদ্দিকের কন্যা (১৪) নৈদীঘি হজরত আলী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রীকে একই গ্রামের মমতাজের ছেলে মেহেদী হাসান (২০) গত মঙ্গলবার দুপুরে প্রলোভন দিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে গ্রাম্যভাবে তাদের উভয়কে বিয়ের পিঁড়িতে বসানো হয়। এদিকে মেয়ের বয়স কম হওয়ায় ওই ইউনিয়নের কাজি এ বিয়ে রেজিস্ট্রি করাতে অপারগতা প্রকাশ করলে পার্শ্ববর্তী বিশা ইউনিয়নের কাজি দ্বারা বিয়েটি রেজিস্ট্রি করানো হয়। ঘটনাটি জানতে পেরে রাতে আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে বাল্যবিয়ে রেজিস্ট্রির অপরাধে কাজি মো: আব্দুর রাজ্জাকসহ বর ও কনেকে আটক করে। এ ব্যাপারে মেয়ের ভাই জুয়েল রানা বাদী হয়ে ৩ জনকে আসামি করে গতকাল বুধবার আত্রাই থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ গ্রেফতারকৃত কাজি আব্দুর রাজ্জাক ও বর মেহেদী হাসানকে গতকাল নওগাঁ জেলহাজতে প্রেরণ করেছে। মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সিভিল সার্জনের কার্যালয়ে প্রেরণ করা হয়েছে বলে মামলার আইও আত্রাই থানার এসআই আব্দুল হান্নান জানিয়েছেন।
নিউজবাংলা/একে