আত্রাইয়ে সড়ক দূর্ঘটনায় নিহত-১ আহত ২
নিউজবাং লা: ২০আগস্ট, বৃহস্পতিবার:
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে বৃহস্পতিবার সকালে উপজেলার আত্রাই-কালীগঞ্জ সড়কের বার বিঘা নামক স্থানে ভুটভুটি উল্টে সাগর প্রাং (২০) নামে এক চালক নিহত এবং ইসরাফিল ও পল্লব নামের ২জন যাত্রী আহত হয়েছেন।
নিহত মোঃ সাগর প্রাং বনমালীকুড়ি গ্রামের মোঃ ইসলাম এর পূত্র। স্থানীয় সূত্রে জানাযায় গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার আত্রাই-কালীগঞ্জ সড়কের বারবিঘা নামক স্থানে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়ি রাস্তার পড়ে যায়। এ সময় ভুটভুটির চালক সাগর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান এবং দুই জন যাত্রী আহত হন।#
নিউজবাংলা/একে