নিউজবাং লা: ২১আগস্ট, শুক্রবার:
ঢাকা: ঢাকার উপকণ্ঠে দক্ষিণ কেরানীগঞ্জ থানার টিলাবাড়ি মসজিদের পাশের একটি বাড়িতে বজ্রপাতের কারণে হওয়া শর্টসার্কিট থেকে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।

 

শুক্রবার ভোর চারটার সময় এ ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- মো. রিপন (৩৫), তার স্ত্রী মলিতা (২৫), তাদের মেয়ে রীতা আক্তার (১৫) ও দুই ছেলে মো. মনির হোসেন (১০) ও আবদুল গনি (৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোর চারটার সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানার টিলাবাড়ি মসজিদের পাশের একটি বাড়িতে বজ্রপাতের কারণে হওয়া শর্টসার্কিট থেকে রিপন ও তার পরিবারের সদস্যরা আগুনে পুড়ে দগ্ধ হয়। পরে প্রতিবেশীরা এসে তাদেরকে সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।

দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক। তবে তাদের শরীরের কত শতাংশ পুড়ে গেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিউজবাংলা/একে