শেষ টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়ার
নিউজবাং লা: ২১আগস্ট, শুক্রবার:
ঢাকা: ইংলিশদের কাছে ইতোমধ্যে শোচনীয়ভাবে অ্যাশেজ সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। ক্রিকেটাঙ্গনে এখন অজিদের নিয়ে চলছে নানা সমালোচনা।
তবে ক্লার্করা এসব সমালোচনার জবাব দিতে চান মাঠে। তাইতো শেষ টেস্টে প্রাণপণ লড়াইয়ের চেষ্টা করছে তারা।
ইতোমধ্যে ম্যাচের প্রথমদিন ভালোভাবেই পার করেছে তারা। বৃহস্পতিবার লন্ডনের কেনিংটন ওভালে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৩টি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৮৭ রান তুলে দিনের খেলা শেষ করেছে তারা।
ওপেনার ক্রিস রজার্স ব্যক্তিগত ৪৩ রান করে আউট হয়েছেন। অপর ওপেনার ডেভিড ওয়ার্নার সেঞ্চুরির পথে হাঁটলেও ব্যক্তিগত ৮৫ রানে তার যাত্রা থামিয়েছেন মঈন আলী। তবে অধিনায়ক মাইকেল ক্লার্কের ব্যাট রীতিমতই ফ্লপ। মাত্র ১৫ রান করে সাজঘরে ফিরেছেন তিনি।
বৃহস্পতিবার দিন শেষে স্টিভেন স্মিথ ৭৮ রান ও অ্যাডাম ভোগস ১৯ রান নিয়ে অপরাজিত থাকেন। ইংলিশ বোলারদের মধ্যে মার্ক উড ১টি, স্টিভেন ফিন ১টি ও মঈন আলী ১টি করে উইকেট নিয়েছেন।
নিউজবাংলা/একে