শুরু হচ্ছে লা লিগার রোমাঞ্চ
নিউজবাংলা: ২১আগষ্ট-শুক্রবার
ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগ, জার্মান বুন্দেসলিগা ও ফরাসি লিগ ওয়ান- ইউরোপের জনপ্রিয় এই তিনটি ঘরোয়া লিগই ইতোমধ্যে শুরু হয়ে গেছে। তবে ফুটবলপ্রেমীরা অপেক্ষা করছিলেন স্প্যানিশ লা লিগার জন্য।
সময়ের দুই সেরা তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো যে স্প্যানিশ লিগে খেলেন। মেসি ও রোনালদো ভক্তদের আর বেশি অপেক্ষায় থাকতে হচ্ছে না। শুক্রবার থেকেই শুরু হচ্ছে লা লিগার ২০১৫-১৬ মৌসুম।
শুক্রবার মালাগা ও সেভিয়া ম্যাচ দিয়ে লা লিগার নতুন মৌসুমের পর্দা উঠবে। বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি। তবে আসল রোমাঞ্চ শুরু হতে এখনও দু’দিন বাকি। মেসির বার্সেলোনা ও রোনালদোর রিয়াল মাদ্রিদ যে ২৩ আগস্ট তাদের লা লিগা শিরোপা অভিযান শুরু করবে।
আগামী রোববার লা লিগায় নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায় অ্যাথলেটিকো বিলবাওয়ের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। এই বিলবাওয়ের কাছে গেল সপ্তাহে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে হেরেছিল মেসির দল।
অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ মৌসুমের প্রথম ম্যাচে তুলনামূলক সহজ প্রতিপক্ষ স্পোর্টিং গিজনের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাতে সাড়ে ১২টায় ম্যাচটি শুরু হবে।
বার্সা-রিয়ালের সম্ভাব্য আরেক প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ শনিবার নিজেদের প্রথম ম্যাচে লা লিগার নবাগত দল লাস পালমাস’র মুখোমুখি হবে। ২০১৩-১৪ মৌসুমে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে চমকে দিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ লা লিগার শিরোপা জয় করে।
গত মৌসুমে ট্রেবল জেতা বার্সেলোনা নতুন মৌসুম শুরুর আগে পুরোপুরি স্বস্তিতে নেই। উয়েফা সুপার কাপের ফাইনালে সেভিয়ার বিপক্ষে ৫-৪ গোলের রোমাঞ্চকর জয় পেলেও দুই লেগে মিলিয়ে ৫-১ এর বড় ব্যবধানে বিলবাওয়ের কাছে স্প্যানিশ সুপার কাপের শিরোপা হারায় মেসিরা।
তাছাড়া প্রাক-মৌসুম প্রস্তুতিতে টানা তিন ম্যাচ হেরে বসে লুইস এনরিকের দল। যে কারণে মৌসুমের শুরুতেই চ্যালেঞ্জের মুখে পড়তে হবে পারে লুইস এনরিকের দলকে।
অন্যদিকে গত মৌসুমে কোনো মেজর শিরোপা জিততে না পারা রিয়াল মাদ্রিদ প্রাক-মৌসুম প্রস্তুতিতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে। রোনালদোকে ছাড়া বেশ কয়েকেটি ম্যাচে জিতে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে রাফায়েল বেনিতেজের দল। ফলে আসন্ন মৌসুমে বার্সেলোনার জন্য হুমকি হয়ে উঠতে পারে বার্নাব্যুর দলটি।
বার্সেলোনা আসন্ন মৌসুমে জাভি হার্নান্দেজ ও পেদ্রো রদ্রিগেজের অভাব অনুভব করতে পারে। কেননা, চলতি ট্রান্সফার মৌসুমে বার্সেলোনা ছেড়ে জাভি কাতারের ক্লাব আল সাদ-এ এবং পেদ্রো চেলসিতে নাম লিখিয়েছেন।
নিউজবাংলা/একে