লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১০-এর সেরা সুন্দরী রাখী কোথায়?
নিউজবাংলা: ২১আগষ্ট-শুক্রবার
ঢাকা: মাহবুবা ইসলাম রাখি লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১০-এর সেরা সুন্দরী। তিনি একাধারে মডেল এবং অভিনেত্রী। গত দুবছর ধরে ‘ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং (সিভিল) অনার্স’ বিষয়ে গ্র্যাজুয়েশন করার জন্য অস্ট্রেলিয়ায় রয়েছেন এই লাক্স তারকা।
নিয়মিত ক্লাস করার সুবাদে ইতোমধ্যে সেখানে বেশ কিছু বন্ধুও পেয়ে গেছেন রাখি। তার বর্তমান ফেসবুকে আপলোড করা বেশ কিছু ছবি দেখে অনেকে চিনতে নাও পারেন। তবে তার সম্পর্কে যতটুকু জানা যায় তিনি ভালই আছেন অস্ট্রেলিয়াতে। এই ছবি গুলো দেখে পাঠকের মনে হতে পারে, আরও সুন্দর হয়েছেন তিনি।
বাংলাদেশের ভক্তরা অপেক্ষায় আছেন, তিনি কবে আবার বাংলাদেশে আসবেন এবং অভিনয়ে নিয়মিত হবেন। দেখা যাক ভক্তের এই আশা রাখি দেশে ফিরে অভিনয়ে নিয়মিত হয়ে পূরণ করেন।
গত ২১ জুলাই ছিল রাখির জন্মদিন। ভিনদেশে পরিবারের সঙ্গেই জন্মদিন কাটালেন তিনি। কেক কিংবা আয়োজনের কমতি ছিলনা।
নিউজবাংলা/একে