নিউজবাংলা: ২১আগষ্ট,শুক্রবার:

ঢাকা: সরাসরি হটলাইন যোগাযোগ প্রযুক্তিতে যুক্ত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। একইসঙ্গে হটলাইন যোগযোগ প্রযুক্তির সঙ্গে যুক্ত হয়েছেন দেশ দুটির জাতীয় নিরাপত্ত পরিষদের উপদেষ্টামন্ডলীও।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি কিনা মার্কিন প্রেসিডেন্টর সঙ্গে সরাসরি হটলাইন যোগাযোগ প্রযুক্তির সঙ্গে যুক্ত হলেন।

তবে দুই দেশের মধ্যে হটলাইন প্রযুক্তির ব্যবহার এখনও শুরু হয় নি বলে জানিয়েছেন দক্ষিণ এশিয়া বিষয়ক ঊর্ধ্বতন পরিচালক ও প্রেসিডেন্ট বারাক ওবামার বিশেষ সহকারী পিটার আর ল্যাভয়। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে’র খবরে এমনটা বলা হয়েছে।

ইন্ডিয়া টুডে বলেছে, বৈশ্বিক, দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ইস্যুতে দ্রুত যোগাযোগ প্রতিষ্ঠা ও বৃদ্ধিতে বিশ্বের দুই বৃহত্তম গণতান্ত্রিকব দেশের সরকারের মধ্যে হটলাইন প্রযুক্তি চালু করা হয়েছে।

সংবাদ মাধ্যমটি আরও বলছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভারতের প্রজাতন্ত্র দিবসে ভারত সফরকালে নরেন্দ্র মোদি এবং ওবামার মধ্যে হটলাইন যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠার এমন যুগান্তকারী সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

নিউজবাংলা/একে