নিউজবাং লা: ২১আগস্ট, শুক্রবার:

 

গাজীপুর: জেলার শালদাহ এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাইদুর রহমান (৩৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন।

তিনি রাজধানীর বাড্ডা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী বলে দাবি করছে পুলিশ। তবে পরিবার দাবি করছে তিনি যুবলীগ নেতা ছিলেন ।

শুক্রবার ভোর চারটার দিকে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। এসময় পুলিশের দুই সদস্য আহত হয়েছে বলে দাবি করছে তারা।

গাজীপুর ডিবির পরিদর্শক আমির হোসেন বলেন, সাইদুল ইসলাম গাজীপুরে এক আইনজীবী হত্যা মামলার আসামি। এছাড়া তার বিরুদ্ধে বাড্ডাসহ ঢাকার বিভিন্ন থানায় আরও ৩টি হত্যা মামলা রয়েছে।

তিনি জানান, সন্ত্রাসী ও পেশাদার খুনি সাইদুলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। স্বীকারোক্তি অনুসারে সাইদুলকে নিয়ে সালনা এলাকায় অস্ত্র উদ্ধারে যায় ডিবি। তখন আগে থেকে ওঁৎ পেতে থাকা সাইদুলের সহযোগীরা তাকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশের উপর গুলি চালায়। এ সময় ডিবিও পাল্টা গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে সাইদুর মারা যান।

শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান ওসি। এ ঘটনায় আহত ডিবির দুই সদস্য হাসপাতালে ভর্তি আছেন বলেও জানান তিনি।

 

নিউজবাংলা/একে