নিউজবাংলা: ২১আগষ্ট,শুক্রবার:

মোফাজ্জল হোসেন ইলিয়াছ, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে ভয়াল ২১শে আগষ্টের ১১তম বার্ষিকী পালিত হয়েছে ।

ভয়াল ২১শে আগষ্ট উপলক্ষে পানছড়ি উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের যৌথ উদ্দ্যেগে গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টায় ্দলীয় কার্যলয়ে আলোচনা সভা ও মিলাদ এবং দোয়ার আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাহার মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পানছড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা। এসময় আরো উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন, আবু তাহের ঠাকুর, সাধারণ সম্পাদক জয়নাথ দেব, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি উজ্জল চৌধুরী, বর্তমান সভাপতি মোঃ আল আমীনসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক বিজয় কুমার দে, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, আইন বিষায়ক সম্পাদক মোঃ নাছির উদ্দিন, যুবলীগের সহ-সভাপতি মোঃ ইউসুফ আলী, ছাত্রলীগ সভাপতি শ্রী কান্ত দেব মানিক, কৃষক লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মোমিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন প্রমূখ। সভা শেষে ভয়াল ২১শে আগষ্টের ১১তম বার্ষিকীতে বর্তমান প্রধান মন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু, সু-স্বাস্থ্য, ২১শে আগষ্ট নিহতদের আতœার মাগফিরাত এবং আহতদের সু-স্বাস্থ্য কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া পরিচালনা পরিচালিত হয়। দোয়া পরিচালনা করেন, পানছড়ি উপজেলা উলামা লীগের সভাপতি ও উল্টাছড়ি জামে মসজিদের প্রেস ইমাম মাওলানা মোঃ খায়েজ আহম্মদ ।

নিউজবাংলা/একে