নিউজবাংলা: ২২আগষ্ট,শনিবার:
ঢাকা: তার অভিনয়ে বশ হয়েছে বলিউড। সৌন্দর্যের মাপকাঠিতে তিনি বিশ্বসুন্দরী। এবার গানের দুনিয়াও মজবে তার গলার জাদুতে। তিনি ঐশ্বরিয়া রাই বচ্চন। পরিচালক সঞ্জয় গুপ্তর আগামী ছবি ‘জাজবা’-তে গান গাইতে পারেন নায়িকা।