নিউজবাংলা: ২২আগষ্ট,শনিবার:
ঢাকা: তার অভিনয়ে বশ হয়েছে বলিউড। সৌন্দর্যের মাপকাঠিতে তিনি বিশ্বসুন্দরী। এবার গানের দুনিয়াও মজবে তার গলার জাদুতে। তিনি ঐশ্বরিয়া রাই বচ্চন। পরিচালক সঞ্জয় গুপ্তর আগামী ছবি ‘জাজবা’-তে গান গাইতে পারেন নায়িকা।

 

অমিতাভ বচ্চনের পুত্রবধূকে দিয়ে গান গাওয়ানোর পরিকল্পনাটি কিন্তু পরিচালকেরই। ঐশ্বর্যর গানের গলা নাকি বেশ মিষ্টি। তাকে হামেশাই গুনগুন করে সুর ভাঁজতে শোনা যায়।

‘জাজবা’-তে একাধিক সুরকার কাজ করছেন। সেই সব সুর থেকে একটি বিশেষ গান সঞ্জয় ঐশ্বর্যর জন্য বেছে রেখেছেন। ঐশ্বর্য নিজেও বেশ উৎসাহী বলে জানা গেছে।

তবে গান রেকর্ডিংয়ে তাড়াহুড়ো করতে নারাজ তিনি। ভাল করে অনুশীলনের পরই গানটি রেকর্ড করবেন বচ্চন-বধূ।

দীর্ঘ বিরতির পর ‘জাজবা’ ছবির মাধ্যমেই বলিউডে পা রাখছেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া। চলতি বছরই সিনেমাটি মুক্তি পাবে।

নিউজবাংলা/একে