ঢাকা: অক্ষয় কুমার বরাবরই অ্যাডভেঞ্চার প্রিয়। সিনেমার যে সমস্ত ঝুঁকিবহুল দৃশ্যে অন্য দশজন তারকা শরণাপন্ন হন ডামি অভিনেতার, অক্ষয় সেসব দৃশ্যও নিজে নিজেই করে ফেলেন অবলীলায়।
তবে বহুবার এমনটা করতে গিয়ে বিপদেও পড়তে হয়েছে তাকে। নতুন একটি সিনেমার শুটিংয়ে সম্প্রতি তৈরি হয়েছিলো তার জীবনসংশয়!
অক্ষয় এখন প্রভুদেবার নতুন সিনেমা ‘সিং ইজ ব্লিং’-এর শুটিংয়ে ব্যস্ত আছেন। এ সিনেমায় তাকে দেখা যাবে কারাতে-মার্শাল আর্টে অভিজ্ঞ একজন শিখ তরুণের ভূমিকায়। যথারীতি এ সিনেমাতেও যাবতীয় ঝুঁকিবহুল দৃশ্যে নিজেই অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন ‘খিলাড়ি’ অক্ষয়।
‘সিং ইজ ব্লিং’-এর একটি দৃশ্যে আগুনের রিংয়ের ভেতর দিয়ে অক্ষয়ের ঝাঁপ দেয়ার একটি দৃশ্য রয়েছে। বিপদজনক এ দৃশ্য অন্য যে কোনো তারকাই ডামির সাহায্য নিয়ে করবেন, কিন্তু অক্ষয় করতে চাইলেন নিজেই। প্রথমে কয়েকবার মহড়া দেন তিনি। এ সময় ঠিকঠাক মতোই হল সব। কিন্তু দৃশ্যধারণে গিয়ে ঘটলো বিপত্তি। সময়ের হেরফের হওয়ায় রিংয়ের ভেতর দিয়ে ঝাঁপিয়ে পড়ার সময় রিংটির সঙ্গে পা আটকে যায় অক্ষয়ের। আগুনের আঁচ লেগেছে শরীরে। তবে খুব বেশি আহত তিনি হননি- এমনটাই জানিয়েছে ‘সিং ইজ ব্লিং’ নির্মাতাসূত্র।
চলতি বছরের অক্টোবরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। এতে অক্ষয়ের বিপরীতে রয়েছেন অ্যামি জ্যাকসন।