নিউজবাংলা: ২৬আগষ্ট, বুধবার:

সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:

অনলাইন নিউজ ৭১টিভি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও সাপ্তাহিক বাংলার আলো ও দৈনিক ঠাকুরগাঁও খবর স্টাফ রির্পোটার সাদ্দামহোসেন আধুনিক সদর হাসপাতালে দালালদের হাতে লাঞ্ছিত হয়েছে।

 

 

জানা যায়, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল দির্ঘ্য দিন থেকে হাসপাতালের আউটডোরের (বহিরবিভাগ) গুরুত্বপুর্ণ কয়েকটি কক্ষের সামনে দালাল চক্রের সদস্যা ওঁৎপেতে বসে থাকেন। একজনরোগী কর্তব্যরত চিকিৎসকের রুম থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে কোননা কোন ভাবে প্রেসক্রিপশন দালাল চক্রের হাতে চলেযায় । আর এই সুযোগ কাজে লাগিয়ে দালাল চক্র হাতিয়ে নিচ্ছে গরিব অসহায় মানুষদের কাছ থেকে মোটা অংকের টাকা । এমন অভিযোগ পেক্ষিতে আজ সকাল ১১টায় দালালদের তথ্য সংগ্রহ করতে গেলে দালাল চক্র সদস্য শাখিল ও অজ্ঞাত ৫/৬জন দালাল মিলে সাংবাদিক সাদ্দামহোসেনে কে অতর্কিত ভাবে লাঞ্ছিত করে। এসময় আসে পাশের লোকজন এগিয়ে আসলে দালাল চক্রের অন্যন্য সদস্যরা পালিয়ে যায়। পরে পুলিশ এসে দালাল চক্রের অন্যতম সদস্য শাখিলকে আটক করে থানায় নিয়ে যায়। এব্যাপারে ঠাকুরগাঁও সদর থানায় সাংবাদিক লাঞ্ছিত ঘটনয় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

নিউজবাংলা/একে