নিউজবাংলা: ২৬আগষ্ট, বুধবার:

ঢাকা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফরমের মূল্য বাড়ানো হয়েছে।

মঙ্গলবার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভা থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়। গত বছরের তুলনা এবছর ফরমের মূল ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিমের কনফারেন্স রুমে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডীন ও বিভাগের  চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা ফরমের মূল্য ৫০ টাকা বাড়িয়ে ৪০০টাকা করা হয়। গত বছর ভর্তি ফরমের মূল্য ৩৫০ টাকা নির্ধারিত ছিল। এছাড়া ৫০ টাকা সার্ভিস চার্জ নির্ধারণ করা হয়েছে। যা গত বছরও কার্যকর ছিল। সবমিলিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথমবর্ষ ভর্তির প্রতিটি ফরমের মূল্য দাঁড়াবে ৪৫০টাকা।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বলেন, কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবছর ভর্তি ফরমের মূল্য ৫০টাকা বাড়ানো হয়েছে। বর্তমান বাজার মূল্য বিবেচনা করে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছেন।

এ বছর ৮টি ইউনিটের অধীন মোট ২২টি বিভাগের ভর্তি কার্যক্রম চলবে। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার ফরম পাওয়া যাবে। দেশের সরকারি মোবাইল অপারেটর টেলিটক থেকে এসএমএসের মাধ্যমে ভর্তি পরীক্ষার ফরম সংগ্রহের আবেদন করতে হবে।

আগামী ১৫ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা চলবে বলে জানা গেছে। ভর্তি পরীক্ষার ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা ও  সার্ভিস চার্জ ৫০ টাকা।

এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট www.iu.ac.bd  থেকে পাওয়া যাবে

নিউজবাংলা/একে