৩৩তম বিসিএসে উত্তীর্ণ ৮০জনকে নন ক্যাডার পদে নিয়োগের সুপারিশ
নিউজবাংলা: ২৬আগষ্ট, বুধবার:
ঢাকা: ৩৩ তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে এবং নন-ক্যাডার প্রথম শ্রেণি পদে সুপারিশপ্রাপ্ত নন- এমন প্রার্থীদের নন ক্যাডার দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগ দিতে ৮০ জনের নাম সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)।
বুধবার কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
সুপারিশকৃতদের রেজিস্ট্রেশন নম্বর এবং পদের নামসহ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি।
সুপারিশকৃত পদগুলো হচ্ছে- মৎস্য অধিদপ্তরে সহকারি হ্যাচারি কর্মকর্তা একজন। মৎস্য অধিদপ্তরের কারিগরি সহকারি একজন। স্থানীয় সরকার বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নমুনা বিশ্লেষক পদে চারজন। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের ফিল্ড ইনভেস্টিগেটর (উদ্ভিদ বিদ্যা) একজন। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের ফিল্ড ইনভেস্টিগেটর (রসায়ন) একজন। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের ফিল্ড ইনভেস্টিগেটর (পরিসংখ্যান) একজন। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের রিসার্চ অ্যাসিসটেন্ট একজন। খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর খাদ্য পরিদর্শক ৭০ জন।
নিউজবাংলা/একে