নিউজবাংলা: ২৭আগষ্ট, বৃহস্পতিবার:

 ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:

 ঈশ্বরদী থানা ,পাবনা ডিবি ও সুজানগর থানা পুলিশের যৌথ অভিযানে বুধবার গভীর রাতে ঈশ্বরদী পৌর এলাকার স্কুলপাড়াস্থ আবুল সালেহের গোয়াল ঘরের পেছন থেকে পরিত্যাক্ত অবস্থায় দু’রাউন্ড তাজা গুলিসহ একটি পাকিস্থানী সচল পিস্তল উদ্ধার করা হয়েছে।

 

সুজানগর থানার একটি ডাকাতি মামলার সংদিগ্ধ ও হত্যা, চাদাবজি, অস্ত্র, রাজনৈতিক সহিংসতাসহ ১২ টি মামালায় গ্রেফতারকৃত আসামি ও মৃত ট্্েরন পরিচালক আব্দুস সামাদের ছেলে ও ঈশ্বরদী পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ জাকারিয়া পিন্টুর ৩নং ভাই ছাত্রদল নেতা মেহেদী হাসানের স্বীকারোক্তীতে অস্ত্র উদ্ধার অভিযান চালানো হয়।

মেহেদীকে গত ১৬ জুন ঈশ্বরদী থানা পুলিশ স্কুল পাড়াস্থ কামেনী হাসপাতালের নাইড গার্ড আলম হত্যা মামলায় অস্ত্রসহ গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে। পরে সুজানগর থানার একটি বাড়ির ডাকাতি মামলার সংদিগ্ধ আসামি হিসাদে দু’দিনের রিমান্ডের জিজ্ঞাসাবাদে সে অস্ত্রের তথ্য পুলিশকে জানায়। ঈশ্বরদী থানার ওসি তদন্ত আবু ওবায়েদ এর দেওয়া তথ্যে এসব জানা গেছে।

নিউজবাংলা/একে