খানা-খন্দে ভরপুর, উপজেলা শহর সাদুল্যাপুর
নিউজবাংলা: ২৭আগষ্ট, বৃহস্পতিবার:
তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা-মাদারগঞ্জ সড়কের সাদুল্যাপুর উপজেলা শহরের মধ্যে ১ কিলোমিটার মেইন রাস্তার পিচ-কার্পেটিং উঠে গিয়ে বিভিন্ন স্থানে খানা-খন্দে সৃষ্টি হয়েছে।
ফলে শহরে পরিবহন চলাচলে যানজট সৃষ্টিসহ ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
বৃহস্পতিবার সকালে সরজমিনে দেখা যায়, উপজেলা পরিষদের পূর্ব-পার্শ্বের তেতুল তলা ও চৌ-মাথা মোড় হইতে ইসমাইল হোসেন সুপার মার্কেটের সামন থেকে পশ্চিমপাড়ার অগ্রনী কিন্ডার গার্ডেন স্কুল পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তার কার্পেটিং উঠে গিয়ে গহিন গর্তে পরিনত হয়েছে। এতে করে জনসাধারণসহ ও স্কুল-কলেজ গামী শিক্ষার্থীদের নিরাপদ চলাচলে নানা ভোগান্তির শিকার হচ্ছে।
রংপুর ও গাইবান্ধা জেলা শহরের সাথে একমাত্র যোগাযোগ রক্ষাকারী ব্যাস্ততম এ সড়কে প্রতিনিয়ত দুরাপাল¬ার বাস-ট্রাক, মাইক্রোবাস, পিকআপ ভ্যান, সিএনজি ও অটোবাইক সহ বিভিন্ন ধরণের যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তাটি সরু হওয়ায় ও পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় এই করুণ অবস্থার সৃষ্টি হয়েছে বলে ভুক্তভোগীরাা জানান।
সচেতন মহলের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি মরণ ফাঁদে উপনীত হলেও সংস্কারের জন্য সড়ক ও জনপদ বিভাগের কোন ভূমিকা নেই।
নিউজবাংলা/একে