৩৫তম বিএসএস এর আবশ্যিক ও পদ সংশ্লিষ্ট বিষয়সমূহের লিখিত পরিক্ষা উপলক্ষে রাজশাহী মহানগরীতে নেয়া হচ্ছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
আগামী ১ সেপ্টেম্বর হতে ১০ সেপ্টেম্বর পর্যন্ত পরিক্ষা চলাকালীন নগরীর সরকারী মহিলা কলেজের চতুর্দিকে ২০০ গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শণ, মাইকিং, বিষ্ফোরকদ্রব্য ও অস্ত্র শস্ত্র বহণ এবং চার জনের অধিক ব্যক্তি চলাফেরা করা নিষিদ্ধ করা হয়েছে। এ পরিক্ষাকে কেন্দ্র করে এ উদ্যোগ নিয়েছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। বুধবার রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো: শামসুদ্দিন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।