বিয়ের পর মহানন্দে কুনাল কাপুর
নিউজবাংলা: ২৭আগষ্ট, বৃহস্পতিবার:
ঢাকা: শোবিজ অঙ্গনের অভিনেতা-অভিনেত্রীদের নিজেদের বিয়ে নিয়ে লোকছাপা করেন, গণমাধ্যমে খুব একটা কথা বলতেও দেখা যায় না, তারা মনে করেন এটা তাদের ক্যারিয়ারের উপর প্রভাব ফেলতে পারে।
কিন্তু ‘রঙদে বাসন্তি’ অভিনেতা কুনাল কাপুর এতে বিশ্বাসী নন। চলতি বছরে বিয়ে করেছেন বিগ বি অমিতাভ বচ্চনের ভাইঝি নাইনা বচ্চনকে; আর বিয়ের পর বউকে নিয়ে মহানন্দে আছেন বলে জানিয়েছেন কুনাল।
জানা গেছে, শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে কুনাল কাপুর অভিনীত ছবি ‘কৌন কিতনে পানি ম্যায়’, আর এই ছবিটি নিয়ে যথারীতি আশাবাদী তিনি। আর ছবির প্রচারণায় গিয়ে কুনাল নিজের বিয়ে প্রসঙ্গে জিজ্ঞাসিত হলে বলেন, বিয়ের বহু আগে থেকেই আমরা পরস্পর পরিচিত ছিলাম। ফলে বিয়ের পর আমাদের মধ্যে কোনো সমস্যাতো হয়ইনি, বরং বিয়ের পর আগের থেকে আরো সুখে আছি আমরা। মহানন্দে দিন কাটাচ্ছি আমরা।
নীলা মাধব পরিচালিত ‘কৌন কিতনে পানি ম্যায়’ ছবিটি শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে। এছাড়াও কুনাল অভিনীত আরো দুটি ছবি ঘোষণা করা হয়েছে। বিয়ে কি অভিনয়ের জন্য চাপ হয়ে গেল কি না এমন প্রশ্নে কুনাল বলেন, মোটেই না, বরং প্রচুর ছবির গল্প নিয়ে নির্মাতারা আমার কাছে এসেছেন, কিন্তু গল্প পছন্দ না হওয়ায় ছবিগুলোর প্রস্তাব গ্রহন করেনি। তবে এরমধ্যে দুয়েকটি ছবির গল্প ভালো লাগায় ছবিগুলো করার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, কুনাল কাপুর ২০০১ সালে ‘আস্ক’ ছবিতে ‘স্পেশাল অ্যাপেয়ারেন্স’-এর মাধ্যমে পর্দায় আসেন কুনাল। এরপর মিস্টার পারফেকশনিস্ট অভিনেত আমির খানের সাথে ‘রঙদে বাসন্তি’ নামের ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করে তিনি। তারপর একেএকে বাচনা হে হাসনা, হ্যাট্রিক, ডন-২ ছবিতে অভিনয় করেন তিনি।
নিউজবাংলা/একে