নিউজবাংলা: ২৭আগষ্ট, বৃহস্পতিবার:

টাঙ্গাইল সংবাদদাতা:

মাদকদ্রব্য বিক্রি করার দায়ে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রফিকুল ইসলাম এ আদেশ দেন।

দ-প্রাপ্তরা হলেন- পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাবুল সিকদারের ছেলে দুর্লভ আহম্মেদ (২০) ও দাড়িপাকা গ্রামের শামীম খানের ছেলে মজনু (২২)।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, দুর্লভ আহম্মেদ ও মজনু দীর্ঘদিন ধরে নিজ এলাকায় মাদকের ব্যবসা করে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে সকালে পৌরসভার সাত নম্বর ওয়ার্ড থেকে দুর্লভ ও দাড়িপাকা গ্রামে থেকে মজনুকে আটক করে পুলিশ। পরে, ভ্রাম্যমাণ আদালতে তাদের দু’জনকে হাজির করলে বিচারক দুর্লভকে এক বছর ও মজনুকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।

নিউজবাংলা/একে