নিউজবাংলা: ২৮আগষ্ট, শুক্রবার:

বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের কান্দিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র হৃদয় মিয়া (১৩) ‘নিখোঁজ’ রয়েছে।

সে খাজাঞ্চী ইউনিয়নের পাকিছিরি গ্রামের কুতুবউদ্দিনের ছেলে। বুধবার সকাল ৯টায় বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পথে সে ‘নিখোঁজ’ হয়। কিন্তু ওইদিন বিকেলে সে বাড়িতে না যাওয়ায় সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। এঘটনায় গতকাল বৃহস্পতিবার কুতুবউদ্দিন বাদি হয়ে থানায় সাধারণ ডায়েরী করেন। যার নং ৭৩৯।

নিউজবাংলা/একে