ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন বেল
নিউজবাংলা: ২৯আগষ্ট, শনিবার:
ঢাকা: টেস্ট ক্যারিয়ারকে দীর্ঘায়িত করার জন্য ওয়ানডে ক্রিকেটকে গুডবাই জানালেন ইয়ান বেল। ৩৩ বছর বয়সী বেল ২০১৫ বিশ্বকাপের পরই ইংল্যান্ডের ওয়ানডে দল থেকে বাদ পড়েন।
সীমিত ওভারে দলে তাঁর ফেরার সম্ভাবনা না দেখে ওয়ানডে থেকে ব্যাট তুলে রাখার সিদ্ধান্ত নেন তিনি।
অ্যাশেজে জয়ের পর ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন ইংল্যান্ড মিডল অর্ডার ব্যাটসম্যান। কিন্তু টেস্ট থেকে এখনই সরে দাঁড়াতে চান না বেল। বরং টেস্ট ক্যারিয়ারকে দীর্ঘায়িত করতে ওয়ানডে থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।
১৬১টি ওয়ানডে ম্যাচে চারটি সেঞ্চুরি সহ ৫,৪১৬ রান করেছেন বেল। তবে দেশের হয়ে ইতোমধ্যে ১১৫টি টেস্ট খেলেছেন ইংরেজ ব্যাটসম্যান। ২২টি সেঞ্চুরি-সহ রান করেছেন ৭,৫৬৯।
নিউজবাংলা/একে