উদ্ধারকৃত ৩২ বাংলাদেশীদের আটকে রেখেছে লিবিয়া
নিউজবাংলা: ২৯আগষ্ট, শনিবার:
ঢাকা: ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বেঁচে যাওয়া ৪৭ বাংলাদেশীর মধ্যে ১৫ নারী ও শিশুকে উদ্ধার করেছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস। কিন্তু মুচলেকা দিয়ে এসব নারী ও শিশুদের উদ্ধার করা গেলেও পুরুষদের আটকে রেখেছে লিবিয়া।
শুক্রবার (২৮ আগস্ট) লিবীয় উপকূলে নৌকাডুবিতে নিহতদের মধ্যে শিশু ও নারীসহ আটজন বাংলাদেশি। জীবিত উদ্ধারকৃত ৪৭ বাংলাদেশির মধ্যে নারী ও শিশুসহ ১৫ জনকে উদ্ধার করলেও পুরুষদেরকে ‘অবৈধ অভিবাসী’ হিসেবে আটকে রেখেছে লিবিয়া।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রম কর্মকর্তা আশরাফুল ইসলাম জানিয়েছেন, লিবিয়ার রাজনৈতিক সমস্যার কারণে এ কূটনৈতিক সমস্যা তৈরি হয়েছে।
এদিকে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে, যে আটজন বাংলাদেশি নিহত হয়েছেন, তাদের লাশ দূতাবাসের কর্মকর্তারা এখনো দেখতে পারেননি। কর্মকর্তাদের দাবি, তাদের দেখতে দেওয়া হয়নি। কারণ, এখনো বিদেশি কোনও কূটনীতিককে লাশ দেখতে দেওয়ার সুযোগ দেয়নি কর্তৃপক্ষ।
আশরাফুল ইসলাম আরও জানিয়েছেন, লিবিয়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো না থাকায় বাংলাদেশীদের মৃতদেহ তাদের দেখানো হচ্ছে না। অনুমতি ছাড়াই সবার মৃতদেহ দাফন করে ফেলা হচ্ছে। কোনও ধরনের কূটনৈতিক আহ্বানে সাড়া দিচ্ছে না দেশটি।
উদ্ধারকৃত নারী ও শিশুদের দূতাবাসের হেফাজতে রাখার পাশাপাশি পুরুষদেরও ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান আশরাফ।
নিউজবাংলা/একে