নিউজবাংলা: ২৯আগষ্ট, শনিবার:
ঢাকা: রাজধানীর টিকাটুলির কেএম দাস লেন এলাকায় চারবছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ করেছেন শিশুটির মা।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে শিশুটির মা মেয়েকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে সাংবাদিকদের সামনে এ অভিযোগ করেন।
শিশুটির মা জানান, তিনি মেয়েকে রেখে বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করতে যেতেন। প্রতিদিনের মতো গত ২৭ আগস্ট কাজ শেষে বাসায় ফিরে মেয়েকে গোসল করাতে গিয়ে পায়ে রক্তের দাগ দেখে জানতে চাইলে ওই এলাকার একটি বাড়ির নিরাপত্তাকর্মী বাবুল তাকে ধর্ষণ করেছে বলে জানায়।
ঘটনাটি বাবুলের বাড়িওয়ালাকে জানানো হলে তিনি বিষয়টি দেখছেন বলে আশ্বাস দিয়ে কালক্ষেপণ করেন। পরে শিশুটির মা আত্মীয়দের জানালে তারা শিশুটিকে হাসপাতালে নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেন।

নিউজবাংলা/একে