নিউজবাংলা: ২৯আগষ্ট, শনিবার:

তোফায়েল হোসেন জাকির ,গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার বন্যায় গোবিন্দগঞ্জ পৌর এলাকাসহ গোবিন্দগঞ্জের ৮টি ইউনিয়নের করতোয়া নদী তীরবর্তী এলাকা ব্যাপকভাবে জলমগ্ন হয়ে পড়েছে।

বিশেষ করে সুন্দরগঞ্জ এবং গোবিন্দগঞ্জ উপজেলার পানিবন্দী মানুষদের শুকনো খাবার, জ্বালানি, টয়লেট, বিশুদ্ধ পানি এবং গো-খাদ্য সংকটে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
এছাড়া গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও সাব রেজিষ্ট্রার অফিস চত্বর, মহিলা কলেজ এবং উপজেলা পরিষদ ভবন সংলগ্ন কুটিবাড়ি এলাকা এখনও বন্যার পানিতে নিমজ্জিত।
জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ২শ’ মে. টন চাল ও নগদ ৭ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। ইতোমধ্যে ১শ’ ৫০ মে. টন চাল এবং ৪ লাখ ৩০ হাজার টাকা দুর্গত মানুষদের মধ্যে বিতরণ করা হয়েছে।
এদিকে সুন্দরগঞ্জের কাপাশিয়া ইউনিয়ানের লাল চামার ঘাট ও শ্রীপুরে শনিবার ১ হাজার বন্যার্ত মানুষের মধ্যে জরুরী ত্রাণ সহায়তা হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করেন গাইবান্ধা-১ আসনের সংসদ মঞ্জুরুল ইসলাম লিটন। এ সময় উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই মিল্টন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজিয়া বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি।

নিউজবাংলা/একে