নিউজবাংলা: ৩০আগষ্ট, রবিবার:
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেট-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেন, গাছের ত্যাগ করা অক্সিজেন গ্রহন করেই মানুষসহ সকল প্রাণীরা বেঁচে থাকেন।

আর বৃক্ষের ফল খেয়ে জীবন ধারণ করেন। তাই নিজেদের প্রয়োজনেই সবাইকে বৃক্ষরোপনে এগিয়ে আসতে হবে। বৃক্ষমেলার মাধ্যমে সবাইকে বৃক্ষরোপনে উদ্ভূদ্ধ করা হয়। তিনি আরো বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ডকে আরোও গতিশীল করতে জাতীয় পার্টির নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে আরোও গূরুত্বপূর্ন ভূমিকা পালন করতে হবে। বৃক্ষরোপনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করতে হবে।
তিনি গতকাল শনিবার সিলেটের বিশ্বনাথে ‘উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ দপ্তরের’ উদ্যোগে আয়োজিত ৩দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। এউপলক্ষ্যে এক র‌্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হকের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাবেল খলিল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আলী নূর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ওসি (তদন্ত) মাসুদুর রহমান, উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন, উপজেলা জাতীয় পার্টির (জাপা) যুগ্ম আহবায়ক হাজী সিতাব আলী, মনোহর আলী, জয়নাল আবেদীন, এ কে এম দুলাল, সাবেক সাধারণ সম্পাদক আজম আলী, সংগঠক বিভাংশু গুন বিভু, জাপা নেতা ফিরুজ আলী, শরীফ আহমদ, প্রদিপ দে, উপজেলা তরুন পার্টির আহবায়ক আলা উদ্দিন প্রমুখ।
নিউজবাংলা/একে