নিউজবাংলা: ৩০ আগষ্ট, রবিবার:
ঢাকা: বিদ্যুৎ ও গ্যাসের দামবৃদ্ধির সিদ্ধান্ত সরকার পূণর্বিবেচনা করবে বলেও আশা করেন জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
শনিবার এক বিবৃতিতে তিনি একথা বলেন।
দামবৃদ্ধির এ সিদ্ধান্তকে ‘বিনিয়োগ বিরোধী’ বলে অভিহিত করে রওশন বলেন, গ্যাস ও বিদ্যুতের দামবৃদ্ধির কারণে দুর্ভোগে পড়বে জনগণ। বাড়বে দ্রব্যমূল্য। পরিবহন ও জীবনযাত্রা সংশ্লিস্ট প্রতিটি ক্ষেত্রে ব্যয় বাড়বে। এতে চাপে পড়বেন সীমিত আয়ের মানুষ। বিদ্যুতের দামবৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়বে ব্যবসা ও বিনিয়োগে। নিরুৎসাহিত হবে বেসরকারি খাত।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় দেশে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম কমবে বলে আশা করেছিল মানুষ। কিন্তু এ অবস্থায় গ্যাস ও বিদ্যুতের দামবৃদ্ধি জনআকাঙ্খার বিপরীত প্রতিফলন। সরকার জ্বালানি তেলের দাম কমিয়ে আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সঙ্গতিপূর্ণ করবেন বলে আশা করেন তিনি।
উল্লেখ্য, এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দামবৃদ্ধির এ সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ বলে আখ্যায়িত করে দাম কমানোর দাবি জানান।
নিউজবাংলা/একে
Categories: বিশেষ,রাজনীতি