নিউজবাংলা: ৩০ আগষ্ট, রবিবার:
ঢাকা : সুদহার কমানোর প্রভাবে ধারবাহিকভাবেই কমছে সঞ্চয়পত্রে বিনিয়োগ। চলতি বছরের জুলাইয়ে জুনের তুলনায় বিনিয়োগ কমেছে প্রায় ৯ শতাংশ। তবে শুধু জুলাই মাসের হিসাবে চলতি অর্থবছরের প্রথম মাসে পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের তুলনায় সঞ্চয়পত্রে বিনিয়োগ বেড়েছে ৬ দশমিক ৪০ শতাংশ। জাতীয় সঞ্চপত্র অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদন সুত্রে এ তথ্য জানা যায়।
প্রতিবেদন দেখা গেছে, গত জুলাইয়ে সঞ্চয়পত্রে মোট বিনিয়োগ হয়েছে ৩ হাজার ২৩৬ কোটি ৪০ লাখ টাকা। এর মধ্যে ব্যাংকের মাধ্যমে ১ হাজার ৯৮ কোটি ৯৬ লাখ টাকা, সঞ্চয় ব্যুরোর মাধ্যমে ৪০৮ কোটি ৯৫ টাকা ও ডাকঘরের মাধ্যমে সর্বোচ্চ ১ হাজার ৭২৮ কোটি ৪৯ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। আলোচ্য মাসে সরকার মূলধন পরিশোধ করেছে ১ হাজার ২৬০ কোটি ১২ লাখ টাকা এবং সুদ পরিশোধ করা হয়েছে ৭৭৮ কোটি ১৮ লাখ টাকা।
সব মিলিয়ে একক মাস জুলাইয়ে এ খাতে নিট বিনিয়োগ দাঁড়িয়েছে ১ হাজার ৯৭৬ কোটি ২৮ লাখ টাকা। অথচ এর আগের মাস জুনে সঞ্চয়পত্রে নিট বিনিয়োগ ছিল ২ হাজার ১৭০ কোটি ২০ লাখ টাকা, মে মাসে ছিল ২ হাজার ৪৩৩ কোটি ৯৫ লাখ টাকা এবং এপ্রিলে ২ হাজার ৯৫৭ কোটি ১ লাখ টাকা।
প্রসঙ্গত, উচ্চ সুদহারের কারণে বিগত অর্থবছরের শুরু থেকেই সঞ্চয়পত্র বিক্রির ধুম পড়ে। ফলে অর্ধবছর না পেরোতেই সঞ্চয়পত্র বিনিয়োগ পূর্ববর্তী ২০১৩-১৪ বছরের বিনিয়োগকে ছাড়িয়ে যায়। সঞ্চয়পত্রে বিনিয়োগের এই উচ্চ প্রবৃদ্ধির কারণে ভাটা পড়ে বেসরকারি বিনিয়োগে। এতে বাধ্য হয়ে গত মে মাসে সরকার প্রায় সব ধরনের সঞ্চয়পত্রে সুদের হার ২ শতাংশ পর্যন্ত নামিয়ে আনে। সুদের হার কমানোয় সঞ্চয়পত্র বিনিয়োগ কিছুটা কমলেও অর্থবছর শেষে পূর্ববর্তী অর্থবছরে তুলনায় সঞ্চয়পত্রে বিনিয়োগ বেড়েছে প্রায় ১৪৫ শতাংশ। সব মিলিয়ে ২০১৪-২০১৫ অর্থবছরে সঞ্চয়পত্রে নিট বিনিয়োগ ছিল ২৮ হাজার ৭৩২ কোটি ৬৪ লাখ টাকা, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ।
সঞ্চয়পত্র অধিদপ্তর জানিয়েছে, অর্থবছরের হিসাবে গত জুলাইয়ে বিনিয়োগ বেড়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২০১৪-২০১৫ অর্থবছরের জুলাইয়ে সঞ্চয়পত্রে নিট বিনিয়োগ ছিল ১ হাজার ৮৫৭ কোটি ৬৮ লাখ টাকা। এই হিসাবে চলতি অর্থবছরের প্রথম মাসে পূর্ববর্তী বছরের তুলনায় বিনিয়োগ বেড়েছে ১১৮ কোটি ৬০ লাখ টাকা।
নিউজবাংলা/একে