নিউজবাংলা: ৩০ আগষ্ট, রবিবার:
ঢাকা: বোল্ট যেখানে থাকেন, সেখানে অন্যকারো রাজা হওয়ার সুযোগ নেই। এক, দুইবার নয়, কথাটা বার বার প্রমাণ হচ্ছে।

১০০ ও ২০০ মিটারে নিজের শ্রেষ্ঠত্ব দাপটে ধরে রাখার পর ১০০ মিটার রিলেতেও সেই বোল্ট রাজত্ব। বোল্টের গতির কারণেই আজ বেইজিং বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার রিলেতে স্বর্ণ পদক জিতলো জামাইকা। সময় লাগলো ৩৭.৩৬ সেকেন্ড।

জাস্টিন গ্যাটলিনের যুক্তরাষ্ট্র ৩৭.৭৭ সেকেন্ড সময় নিয়ে জিতল রৌপ্য পদক। চমক দেখালো চীন। গ্রেট বিটেনকে পেছনে ফেলে ৩৮.১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে স্বাগতিকরা।

এর আগে মেয়েদের ১০০ মিটার রিলেতেও স্বর্ণ পদক জিতে শেলি অ্যান ফ্রেজারের জামাইকা। সময় লাগে ৪১.৬৬ সেকেন্ড। ৪২.০৩ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতে ত্রিনিদাদ ও টোবাগো। এ ইভেন্টে ব্রোঞ্জ জিতে গ্রেট ব্রিটেন।

নিউজবাংলা/একে