নিউজবাংলা: ৩০ আগষ্ট, রবিবার:
ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জিয়া পরিষদের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে শহীদ জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে “কমল” স্মরণিকার মোড়ক উন্মোচন করেছে জিয়া পরিষদ।
শনিবার সকাল ১০টায় মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিনের সভাকক্ষে এ দায়িত্ব হস্তান্তর ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়।
গত ২২আগস্ট জিয়া পরিষদের নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসাবে অধ্যাপক ড. আলীনূর রহমান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আকরাম হোসাইন মজুমদারসহ ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়।
শনিবার আনুষ্ঠানিকভাবে তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। এসময় বর্তমান সভাপতিকে সাবেক সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন এবং সাধারণ সম্পাদককে সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবদুস শাহীদ মিয়া ফুল দিয়ে বরণ করে নেয়।
অনুষ্ঠানে ড. রাশিদুজ্জামানের সম্পাদিত ইবি জিয়া পরিষদের বিভিন্ন কার্যাবলী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি সম্বলিত স্মরণিকার “কমল” মোড়ক উন্মোচন করা হয়। স্মরণিকাটি শহীদ জিয়ার সদ্য প্রয়াত কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর নামে উৎসর্গ করা হয়েছে।
জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন বলেন, ‘জিয়া পরিষদের বর্তমান কমিটি অত্যন্ত দক্ষ এবং চৌকস। আমি আশা করছি তারা বিশ্ববিদ্যালয়ের মঙ্গলের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন।’
সভপতির বক্তব্যে অধ্যাপক ড. আলী নূর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সকল দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে এবং শিক্ষার্থীদের স্বার্থে জিয়া পরিষদ সবসময় কাজ করছে ভবিষ্যতেও করবে। সামনের দিনগুলোতে আমরা সকলের সহযোগিতা এবং সৎ পরামর্শ কামনা করছি।’
নিউজবাংলা/একে